আপনি যে জায়গায় আছেন, যেমন আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু নিজেকে আপগ্রেড করার প্রবনতা, রিক্স নেয়ার প্রবনতা, নতুন প্লাটফর্ম, নতুন ব্যবসা, নতুন কিছু করা, নিজের স্কিল ডেভেলপ করা, এই রিক্সগুলো যদি আপনি নিতে পারেন তাহলে, আগামী দুভ চার পাঁচ বছর পর আপনি নিজেকে অন্য একটা জায়গায় আবিষ্কার করবেন, রিলাক্সে থাকতে পারবেন।কিন্তু আজ যদি আপনি ঝুঁকি নিতে না চান, রিরাক্স হয়ে থাকেন, তাহলে আগামী দিনগুলোতে জীবন আপনাকে অনেক ভোগাবে। সঠিক ঝুঁকি ও আত্মউন্নয়ন আপনাকে ভবিষ্যতে সাফল্যের পথে নিয়ে যাবে।
